Ashoke Bhattachariya: আমরা ৩৪ বছর সরকারে ছিলাম, আমাদের সম্পত্তির হিসেব সবাই জানে: অশোক ভট্টাচার্য। Bangla News

ABP Ananda 2022-08-10

Views 755

একলাফে সম্পত্তি বৃদ্ধি, তৃণমূল নেতাদের সঙ্গে বিরোধী নেতারাও স্ক্যানারে। তৃণমূলের ১৯ হেভিওয়েটের সঙ্গে বাম-কংগ্রেস-বিজেপি নেতারাও কোর্টের স্ক্যানারে । তৃণমূলের ১৯ নেতা-মন্ত্রীর সঙ্গে কোর্টের স্ক্যানারে অধীর, সূর্যকান্ত, কান্তি গঙ্গোপাধ্যায়। কোর্টের স্ক্যানারে অশোক ভট্টাচার্য, নেপাল মাহাতো, মইনুল হক, আবু হেনাকোর্টের স্ক্যানারে রামচন্দ্র ডোম, দেবেশ দাস, বংশগোপাল চৌধুরী । ২০১৭ সালের ২টি মামলায় তৃণমূল নেতাদের সঙ্গে বিরোধীদেরও নাম। হাইকোর্টের নির্দেশনামায় শাসকের সঙ্গে বিরোধী নেতাদেরও নাম। আয়কর দফতরের পাশাপাশি ইডিকেও মামলায় পার্টি করার নির্দেশ। তৃণমূল নেতাদের বিরুদ্ধে একশো থেকে হাজারগুণ সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলা। ‘২০২১ সালে জেতা বিজেপি প্রার্থীদের সম্পত্তির দিকেও নজর থাকবে’। একসঙ্গে তৃণমূলের ৬ মন্ত্রী-বিধায়ক সাংবাদিক বৈঠক করে বিরোধীদের আক্রমণ

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS