সিবিআইয়ের কাছে ২ সপ্তাহ সময় চাইলেন অনুব্রত: সূত্র। অসুস্থতাকে ঢাল করে ফের সময় চাইলেন অনুব্রত: সূত্র। আইনজীবী মারফৎ সিবিআইকে চিঠি বীরভূম তৃণমূলের জেলা সভাপতির। চিঠির সঙ্গে ২টি প্রেসক্রিপশন পাঠিয়েছেন অনুব্রত: সূত্র। পাঠিয়েছেন এসএসকেএমের প্রেসক্রিপশন ও বোলপুরের চিকিৎসকের প্রেসক্রিপশন: সূত্র। ‘অনুব্রতর প্রেসক্রিপশন দিল্লিতে পাঠাল সিবিআই’। দিল্লিতে লিগাল সেলের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে সিবিআই: সূত্র। অনুব্রতকে কি সময় দেবে সিবিআই? নবমের সমনে গরহাজিরার ২৪ ঘণ্টার মধ্যেই দশম সমন অনুব্রতকে। এরপর সিবিআইয়ের কী পদক্ষেপ