Ranchi Lawyer: রাঁচির আইনজীবী গ্রেফতারের ঘটনায় এবার কলকাতা পুলিশের নজরে ইডি-র আধিকারিক

ABP Ananda 2022-08-08

Views 621

জনস্বার্থ মামলার নামে তোলাবাজির অভিযোগে রাঁচির আইনজীবী গ্রেফতারের ঘটনায় এবার কলকাতা পুলিশের নজরে ইডি-র আধিকারিক। আগামীকাল ওড়িশায় গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারকে নোটিস। পুলিশ সূত্রে দাবি, ধৃত আইনজীবী রাজীব কুমারের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের যোগ রয়েছে। সূত্রের খবর, ২০১৬ থেকে রাঁচিতে পোস্টিং ছিল ইডি-র আধিকারিক সুবোধ কুমারের। সম্প্রতি তিনি ওড়িশায় বদলি হন। কলকাতা পুলিশ সূত্রে দাবি, ইডি-র ওই অফিসারের সঙ্গে যোগাযোগ ছিল আইনজীবী রাজীব কুমারের। সেই কারণেই ইডি-র আধিকারিককে জিজ্ঞাসাবাদের নোটিস কলকাতা পুলিশের। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS