এসএসকেএম থেকে ছাড়া হল জখম অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষকে।জাদুঘরে গুলিকাণ্ডে জখম সিআইএসএফের অ্যাসিস্ট্যান্ট কমাডান্টের অবস্থা স্থিতিশীলডান কনুইয়ের নীচে হাত ফুঁড়ে বেরিয়ে যায় গুলি, হাসপাতাল সূত্রে খবর। গুলি হাত ফুঁড়ে বেরিয়ে গিয়েছে, অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি, হাসপাতাল সূত্রে খবর‘আমার ওপর কোনও রাগ নেই, ঘটনাটি আচমকা ঘটেছে’। এসএসকেএম থেকে ছাড়া পেয়ে মন্তব্য জখম অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষের। গোটা ঘটনায় কী প্রতিক্রিয়া সৌগত রায়ের?