Boat Capsize: পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে চুপির চর পাখিরালয়ে ঘুরতে এসে নৌকাডুবি, মৃত এক পর্যটক

ABP Ananda 2022-08-07

Views 4

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে চুপির চর পাখিরালয়ে ঘুরতে এসে নৌকাডুবি। এক পর্যটকের মৃত্যু। একজন এখনও নিখোঁজ। পুলিশ সূত্রে খবর, কৃষ্ণনগর থেকে ৪ জন পর্যটক গতকাল পূর্বস্থলীর পাখিরালয়ে ঘুরতে আসেন। নৌকা ভ্রমণের সময় সেটি উল্টে তলিয়ে যান মাঝি-সহ পর্যটকরা। স্থানীয়রাই মাঝি-সহ ২ পর্যটককে উদ্ধার করে। পরে একজনের মৃতদেহ উদ্ধার হয়। সকাল থেকে ফের তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। নৌকার মাঝির অবস্থা আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের দাবি, মত্ত অবস্থায় নৌকায় নাচগান করার সময়, উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS