খেজুরি, পটাশপুরের পর এবার নন্দীগ্রাম। কেন্দ্রীয় প্রতিনিধিদলের সফর চলাকালীন ফের পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েত অফিস থেকে ফাইল লোপাটের অভিযোগ। নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত অফিস গতকাল রাত ৯টা পর্যন্ত খোলা থাকায় প্রশ্ন তোলে বিজেপি। ফাইল লোপাটের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল উপ প্রধানের দাবি, কেন্দ্রীয় প্রতিনিধিদলের সফরের জন্য সমস্ত নথি তৈরি রাখতেই প্রশাসনের নির্দেশে কাজ চলছে। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।