মুর্শিদাবাদ জেলাকে ৩ ভাগে ভাগ করার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই অব্যাহত বিতর্ক ! প্রস্তাবিত ৩টি নামের একটিতেও ‘মুর্শিদাবাদ’ না থাকায় প্রবল বিরোধিতা করে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে, নতুন জেলার নামকরণে ‘মুর্শিদাবাদ’ শব্দটি বিবেচনা করার আর্জি জানালেন মুর্শিদাবাদে তৃণমূলের দুই সাংগঠনিক জেলার সভাপতি।