শেষমেশ ধরা পড়লেন হামলাকারী, পুলিশের গাড়ি থেকে নাড়লেন হাত ! ভর সন্ধ্যায় পার্ক স্ট্রিটে জাদুঘরে সিআইএসএফ ব্যারাকে গুলি, একজনের মৃত্যু। চলল ২০ থেকে ২৫ রাউন্ড গুলি, ঢুকল কলকাতা পুলিশের কম্যান্ডো বাহিনী। ভর সন্ধ্যায় সিআইএসএফ ব্যারাকে এলোপাথাড়ি গুলি । ভর সন্ধ্যায় পার্ক স্ট্রিটে সিআইএসএফের ব্যারাকে গুলি। আশুতোষ শতবার্ষিকী হলের কাছে সিআইএসএফ ব্যারাকে গুলি। সিআইএসএফ ব্যারাক ঘিরে ফেলল সশস্ত্র পুলিশ, বুলেট প্রুফ জ্যাকেট পরে ঢুকল পুলিশ। প্রায় ১ ঘণ্টা পরে নিরস্ত্র করে আটক করা হল হামলাকারী জওয়ানকে । গুলি চালিয়ে ব্যারাকের মধ্যে ঢুকে যায় হামলাকারী জওয়ান।