Jharkhand MLA : অভিযোগকারী কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গলকে আগেও টাকার টোপ, দাবি CID-র

ABP Ananda 2022-08-06

Views 90

ঝাড়খণ্ডের বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় নতুন তথ্য। সিআইডি সূত্রে দাবি, অভিযোগকারী কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গলকে বছরখানেক আগেও দেওয়া হয়েছিল টাকার টোপ। ফলে মনে করা হচ্ছে ঝাড়খণ্ডে সরকার ফেলার চক্রান্ত শুরু হয়েছিল আগেই। পাশাপাশি সিআইডি সূত্রে দাবি, টাকা উদ্ধারের ঘটনায় ধৃত ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল জেরায় জানিয়েছেন, ৩০ জুলাই সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁর কাছে লেনদেন সংক্রান্ত বিষয়ে ফোন আসে। সিআইডি-র দাবি, অসম থেকে নয়, মহেন্দ্রর কাছে ফোন এসেছিল অন্য রাজ্য থেকে। কিন্তু লেনদেনের নির্দেশ গিয়েছিল গুয়াহাটি থেকেই, দাবি সিআইডি-র। সিআইডি সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানা গিয়েছে, ৩০ জুলাই দুপুর সাড়ে ৩টে নাগাদ ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের বিকানের বিল্ডিংয়ের অফিসে টাকা নিতে আসেন ঝাড়খণ্ডের ৩ বিধায়কের সঙ্গী প্রতীক কুমার। বিধায়কদের সঙ্গে ওই ব্যক্তিও এখন সিআইডি হেফাজতে। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS