পার্থকাণ্ডের মধ্যেই আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক। বিকেল সাড়ে ৪টেয় সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক হবে। রাজ্যের দাবি, এই মুহূর্তে বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে প্রায় ৯৭ হাজার কোটি টাকা পাওনা। পাশাপাশি, বিভিন্ন প্রকল্পের নামকরণ নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত চলছে। তার জেরে কার্যত থমকে বাংলা আবাস যোজনা ও সড়ক যোজনার কাজ। এই সমস্ত বিষয় নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। এরপর সন্ধে সাড়ে ৬টায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।