পাঁচলায় গাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫০ লক্ষ টাকা। কিন্তু তার আগেও, কলকাতা থেকে ৭৫ লক্ষ টাকা ঝাড়খণ্ডে নিয়ে গেছিলেন সেরাজ্যের দুই কংগ্রেস বিধায়ক। ব্যবসায়ীকে টাকা দেওয়ার নির্দেশ আসত অসম থেকে। চাঞ্চল্যকর দাবি CID সূত্রে। কলকাতার যে হোটেলের পানশালায় ছিলেন তিন বিধায়ক, এবার সামনে এল সেই হোটেলের নতুন CCTV ফুটেজ।