ষড়যন্ত্র তত্ত্ব পার্থর, পাল্টা আক্রমণে বিস্ফোরক তাপস রায়। "ষড়যন্ত্র, ষড়যন্ত্র না বলে, কী ষড়যন্ত্র সেটা কোর্টের কাছে বলুক। আসলে সারাজীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তাই ষড়যন্ত্র শব্দটার সঙ্গে হয়তো প্রত্যক্ষ সম্পর্ক আছে। সবকিছুর মধ্যে ষড়যন্ত্র দেখত বলে হয়ত এখানেও ষড়যন্ত্র দেখছে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক তাপস রায়। মন্ত্রিত্ব, পদ হারানো পার্থর বিরুদ্ধে এবার সরব একের পর এক তৃণমূল নেতা।