#news #banglanews #ukraine #russia
মুখে শান্তির বার্তা বাস্তবে রমরমা অস্ত্র ব্যাবসা
যে কোন বিবেচনায় দুর্বল ইউক্রেইন কে রাসিয়ার বিরুদ্ধে যুদ্ধের রসক জোগাচ্ছে পশ্চিমারা । নিজেরা সরা সরি সংঘাতে না জরালেও অস্ত্র সরবরাহে মধ্য দিয়ে যুক্তরাস্ট ও ইউরোপের দেশ গুলো প্রক্ষান্তরে
সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে বলে বিবেচনা করছে রাসিয়া ।
অন্য দিকে বিশ্লেষকরা বলছেন মুখে শান্তি ও স্তিতিসিলতার পাসা পাসি মানবতার কথা বললেও প্রকিতপক্ষে নিজেদের রমরমা অস্ত্র ব্যাবসার স্বার্থে যুদ্ধ দীর্ঘাইয়িত করছে পশ্চিমারাই ।
আমাদের চ্যানেলে মূলত সমস্ত খবর নিয়ে ।
চ্যানেলে বরিশাল এর খবর বেশি প্রচার করা হয় ।
এছাড়া বাংলাদেশ এর সমস্ত খবর পেতেও আমাদের সাতে যুক্ত থাকতে পারেন ।
ধন্যবাদ ।