National Herald case: ন্যাশনাল হেরাল্ড মামলায় ইয়ং ইন্ডিয়ান লিমিটেডের অফিস ইডি সিল করে দেওয়ার পর আজ সকাল থেকে উত্তপ্ত সংসদের দুই কক্ষ। Bangla News

ABP Ananda 2022-08-04

Views 19

ন্যাশনাল হেরাল্ড মামলায় ইয়ং ইন্ডিয়ান লিমিটেডের অফিস ইডি সিল করে দেওয়ার পর আজ সকাল থেকে উত্তপ্ত সংসদের দুই কক্ষ। বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহারের অভিযোগে সরব কংগ্রেস সহ বিরোধী সাংসদরা। হট্টগোলের জেরে বেলা ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। লোকসভা দুপুর ২টো পর্যন্ত মুলতুবি।  ED, CBI এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহারের অভিযোগে প্রতিবাদে কংগ্রেস সাংসদরা।  

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS