স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় আজ পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ফের আদালতে তোলা হবে। আদালতে তোলার আগে মেডিক্যাল টেস্টের জন্য দু’জনকে নিয়ে যাওয়া হয় জোকা ESI হাসপাতালে। গতকালের জুতোকাণ্ডের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে পার্থ-অর্পিতার নিরাপত্তায় মোতায়েন কলকাতা পুলিশ। এর আগে পার্থ-অর্পিতার ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ইডি সূত্রে খবর, জেরা পর্ব চলাকালীন বেশ কিছু তথ্য মিলেছে। এই পরিস্থিতিতে দু’জনকেই ফের জেরা করার প্রয়োজন আছে বলে মনে করছেন ইডি-র তদন্তকারীরা। সেই কারণেই পার্থ-অর্পিতাকে ফের হেফাজতে নেওয়ার ভাবনা ইডি-র।