তদন্তে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটকে সিআইডি-র ৪ তদন্তকারী। বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের। পাল্টা কটাক্ষ বিজেপির। বিজেপির মুখপাত্রশমীক ভট্টাচার্য বলেন, 'বিষয়টি আইনি বিষয়। কোনও টেকনিক্যাল ভুল হলে, আইনি জটিলতা তৈরি হয়ে থাকলে তার জন্য আদালত রয়েছে। ভারতবর্ষে এই মুহূর্তে সমস্ত তদন্ত চলছে আদালতের নির্দেশে এবং আদালতের নজরদারিতে।' তিনি আরও বলেন, 'রাজ্যে এত সম্পত্তি। সিআইডি কোনও হদিশ পেল না। ইডি সেই হদিশ পেয়ে গেল।'