আলো লাগানোর কাজে ২২ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ ঘিরে সরগরম বীরভূমের মুরারই। স্থানীয় এক বাসিন্দা তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন সোশাল মিডিয়ায়। তা শেয়ার করেছেন তৃণমূলেরই এক নেতা। এ নিয়ে শুরু হয়েছে জলঘোলা। যদিও তৃণমূলের পঞ্চায়েত প্রধান অভিযোগ অস্বীকার করেছেন।