Pandua : জমি-বিবাদে চিকিৎসক ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ পাণ্ডুয়ায়

ABP Ananda 2022-08-02

Views 36

জমি-বিবাদে চিকিত্সক ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ উঠল হুগলির পাণ্ডুয়ায়। স্থানীয় সূত্রে খবর, পূর্ত দফতরের জমিতে ৩০ বছরেরও বেশি সময় ধরে হোমিওপ্যাথ চিকিত্সক নীরদবরণ সাধুখাঁ-র চেম্বার রয়েছে। অভিযোগ, ওই জমি স্থানীয় কয়েকজন নিজেদের বলে দাবি করায় চিকিত্সকের সঙ্গে বিবাদ বাধে। তার জেরে ওই ঘটনা। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS