ED Raid: স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে একযোগে কলকাতার ৬টি জায়গায় ইডি-র তল্লাশি অভিযান। ৬ নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটে অভিযান। Bangla News

ABP Ananda 2022-08-02

Views 42

স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে একযোগে কলকাতার ৬টি জায়গায় ইডি-র তল্লাশি অভিযান। পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনে হানা দেন ইডি-র আধিকারিকরা। ৬ নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটে অভিযান। অন্যদিকে, মাদুরদহের ওম ভিলা আবাসনেও তল্লাশি অভিযানে যান ইডি-র আধিকারিকরা। বরানগরে অর্পিতার নেল আর্ট পার্লারেও চলে তল্লাশি। তালা খুলতে আনা হয় চাবিওয়ালা। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS