পার্থকাণ্ডের আঁচ এবার দিল্লিতে। স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার নিয়ে সংসদ ভবনের বাইরে গান্ধী মূর্তির সামনে বাংলার বিজেপি সাংসদদের ধর্না। চোর ধরো জেল ভরো স্লোগান দেন তাঁরা। ধর্নায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, খগেন মুর্মু-সহ বিজেপি সাংসদরা। তৃণমূলের শিক্ষা সেলের সঙ্গে যুক্ত থাকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে স্ত্রীকে বাড়ির কাছাকাছি পোস্টিং পাইয়ে দিয়েছিলেন সুকান্ত মজুমদার। পাল্টা আক্রমণ তৃণমূল সাংসদ শান্তনু সেনের।