শনিবার বিকেল ৫টা। কলকাতা থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল ঝাড়খণ্ডের জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির গাড়ি। সেই গাড়িতেই ছিল নগদ ৪৯ লক্ষ ৯৮ হাজার ৩০০ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে, পাঁচলার রানিহাটি মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশির সময় গাড়িটিকে আটকায় পুলিশ।