Nirmala Mishra Demise: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র। Bangla News

ABP Ananda 2022-07-31

Views 5

তিনি ছিলেন, শ্রোতাদের চিরদিনের হাসি-কান্নার সাথী। তাঁর জীবন ছিল, নদীর মতো গতিহারা। সেই তিনি আর নেই। শ্রোতাদের কাঁদিয়ে প্রয়াত সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র। রাত ১২.৫-এ চেতলার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। জানিয়েছেন প্রয়াত সঙ্গীতশিল্পীর চিকিৎসক। নির্মলা মিশ্রর বয়স হয়েছিল, ৮৪ বছর। চিকিত্সক জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন শিল্পী। পরিবার সূত্রে খবর, এদিন রাতে শিল্পীর দেহ রাখা থাকবে দক্ষিণ কলকাতার নার্সিংহোমে। আজ সকালে নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে। কেওড়াতলা শ্মশানে হবে শেষকৃত্য। শিল্পীর জন্ম ১৯৩৮-র ২১ অক্টোবর। ১৯৬০ সালে সঙ্গীত জগতে পা রাখেন শিল্পী। সঙ্গীত পরিচালক বালকৃষ্ণ দাস তাঁকে ‘শ্রী লোকনাথ’ ছবির গান গাওয়ার সুযোগ দেন। তিনি যেসব ছবির গানে কণ্ঠ দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য- স্ত্রী, অভিনেত্রী, অনুতাপ ইত্যাদি। ছবির গানের পাশাপাশি তিনি গেয়েছেন, অসংখ্য আধুনিক বাংলা গান। তাঁর গানের মধ্যে উল্লেখযোগ্য, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, ও তোতাপাখি রে, বল তো আরশি তুমি মুখটি দেখে, কাগজের ফুল বলে, সবুজ পাহাড় ডাকে প্রভৃতি।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS