SSC’র আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে আশ্বাস দিলেও, চ্যাংদোলা করে, টেনে হিঁচড়ে তুলে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে অবস্থানে বসা ২০১৪’র টেট উত্তীর্ণদের! কেন এক যাত্রায় পৃথক ফল? এই প্রশ্নে শাসকদলকে তীব্র নিশানা করেছে বিরোধীরা। পাশাপাশি রাজনীতির পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল।