‘প্রাথমিক-মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরে প্রায় ২৪ থেকে ২৫ হাজার শূন্যপদ রয়েছে’, ‘শূন্যপদ রয়েছে জানাচ্ছে শিক্ষা দফতর’, ‘তখন সেই শূন্যপদে কেন নিয়োগ করা হচ্ছে না ?’, ‘৩৯৩৬টি শূন্যপদ রয়েছে প্রাথমিকের ক্ষেত্রে’, ‘যেখানে আদালতের কোনও নিষেধাজ্ঞা নেই’, ‘সেখানে কেন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না, বোধগম্য নয়’, ১৭ অগাস্টের মধ্যে স্কুলশিক্ষা দফতরের অধিকর্তাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। ‘কেন ৩৯৩৬ পদে নিয়োগ করা যাচ্ছে না ?’ জানাতে হবে হলফনামা দিয়ে, মন্তব্য হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।