গাছের শিকড় বিক্রি ২ লক্ষ টাকায় । কিভাবে এই ওষধী গাছ চাষ করবেন। শিমুল গাছের চাষ হচ্ছে নাটোরে .হারিজ মিয়া এই ওষধী গাছ চাষ করছেন। শিমুল গাছ কে আমরা অনেকেই অহেতু অবহেলা করি মনে করি একটি তুলোর গাছ । শিমুল গাছের গুনাবলী আমরা অনেকেই জানি না। এর গাছের শিকড় অনেক কাজে আসে এবং এটি চাষ করে কৃষক অনেক লভিমান। আমরা আজকে এর গুনাবলী না এর চাষ নিয়ে সরাসরি কৃষকের সাথে কথা বলব ।