১ হাজার ৪০০ কোটি টাকার বেশি আয় হবে পদ্মা সেতু দিয়ে ! পদ্মা সেতুর বর্তমান অবস্থা ! padma bridge

Barishal 24 Tv 2022-07-29

Views 0

#news #banglanews #padma_bridge #পদ্মা_সেতু

১ মাসে পদ্মা সেতুতে যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৭৬ কোটি ৯ লাখ ৮২ হাজার টাকা। গত ১ মাসে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছে ৬ লাখ ১৬ হাজার ৬৫৩টি। এ সময় প্রতিদিন যানবাহন চলেছে গড়ে ২১ হাজার। অর্থাৎ দিনে আয় হয়েছে গড়ে ২ কোটি ৫৩ লাখ টাকার বেশি।

আমাদের চ্যানেলে মূলত সমস্ত খবর নিয়ে ।
চ্যানেলে বরিশাল এর খবর বেশি প্রচার করা হয় ।
এছাড়া বাংলাদেশ এর সমস্ত খবর পেতেও আমাদের সাতে যুক্ত থাকতে পারেন ।
ধন্যবাদ ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS