‘শিল্পের জন্য আমরা অনেক কিছু করেছি’।‘সামাজিক প্রকল্পেও অনেক কাজ করা হয়েছে’। ‘দেশে বেকারত্ব ৪০ শতাংশ বেড়েছে, রাজ্যে ৪৫ শতাংশ বেকারত্ব কমেছে’। ‘৪ গুণ বেড়েছে রাজ্যের রাজস্ব আদায়ের পরিমাণ’। ‘৫২১টি এমএসএমই ক্লাস্টার তৈরি হয়েছে রাজ্যে’। ‘১৫ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ হচ্ছে রাজ্যে’। ‘বাম আমলে হিন্দুস্থান মোটরকে অনেকটা জমি দেওয়া হয়’। ‘৭০০ একর জমি বিনা কারণে খালি পড়ে রয়েছে’।‘প্রয়োজনে আইন অনুযায়ী অধিগ্রহণ করবে রাজ্য’।‘পুরুলিয়ার রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে রাজ্য’। ‘দেউচা পাঁচামির কয়লা উঠলে সস্তায় বিদ্যুৎ পাওয়া যাবে’। ‘তাজপুর বন্দর তৈরিতেও ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে’। ‘অন্ডালে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা হবে’। ‘অশোকনগরে ওএনজিসি খনিজ তেল ও গ্যাস উত্তোলন করছে’