GST Protest: আজ সংসদে মুড়ির ওপর GST-র প্রতিবাদে সংসদে ধর্না বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা। Bangla News

ABP Ananda 2022-07-27

Views 78

আজ সংসদে মুড়ির ওপর GST-র প্রতিবাদে সংসদে ধর্না বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা। দলের তরফে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকার মুড়ি-চিঁড়ের ওপর থেকে GST প্রত্যাহার করুক। গত ২১শে জুলাই তৃণমূলের শহিদ সমাবেশের মঞ্চ থেকে মুড়ির ওপর থেকে GST প্রত্যাহারের দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। >

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS