TMC MPs Suspended : ওয়েলে নেমে বিক্ষোভ-স্লোগান, রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূলের ৭ সাংসদ

ABP Ananda 2022-07-26

Views 275

অধিবেশন চলাকালীন ওয়েলে নেমে বিক্ষোভ ও স্লোগান দেওয়ার জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূলের ৭ জন সাংসদ। এর মধ্যে রয়েছেন সুস্মিতা দেব, শান্তনু সেন, দোলা সেন, মৌসম বেনজির নুর, নাদিমুল হক, আবিররঞ্জন বিশ্বাস ও শান্তা ছেত্রী। অভব্য আচরণের অভিযোগে রাজ্যসভার মোট ১৯ জন সাংসদকে চলতি সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS