প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, এবার মানিককে ইডির তলব। কাল বেলা ১২টায় সিজিও কমপ্লেক্সে অপসারিত প্রাথমিক পর্ষদ সভাপতিকে তলব। তল্লাশিতে মানিক ভট্টাচার্যের বাড়িতে বেশ কিছু নথি, সিডি পাওয়ার দাবি। নথি-সিডির সূত্র ধরে অপসারিত প্রাথমিক পর্ষদ সভাপতিকে তলব: ইডি সূত্র