পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায়, তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের বেলদার নহপাড় গ্রামের ঘটনা। অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে গতকাল রাতে কটূক্তি করেন কয়েকজন বিজেপি কর্মী। প্রতিবাদ করায় তৃণমূলের বুথ সহ সভাপতি জয়ন্ত ভুঁইয়াকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বেলদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরে নিজেদের মধ্যে মারামারি, পাল্টা দাবি গেরুয়া শিবিরের।