২৯ জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সৌমিত্র চট্টোপাধ্যায়, নাসিরুদ্দিন শাহ, কৌশিক সেন, অমৃতা চট্টোপাধ্যায়, শ্রমণ চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'আ হোলি কনস্পিরেসি'। ছবিটি পরিচালনা করেছেন শৈবাল মিত্র। ছবি মুক্তির আগে ভিডিও বার্তা পাঠালেন নাসিরুদ্দিন শাহ। নিজেদের অভিজ্ঞতার কাহিনি শোনালেন অমৃতা, শ্রমণ এবং কৌশিক।