শনিবার ইডি’র হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দু’দিন পর সোমবার, এনিয়ে প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ' সবাই সাধু একথা আমি বলতে পারব না। সাধুর মধ্যেই ভূত আছে। সবাই হান্ড্রেড পারসেন্ট কারেক্ট কাজ করবে, এটাও আমি বলতে পারব না... '