Heart Attack : এই সময়ের পরই মহিলাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি হঠাৎই বাড়ে মারাত্মকভাবে !

ABP Ananda 2022-07-24

Views 1

হার্ট অ্যাটাক ( Heart Attack ) । এই আঘাত এখন শুধু বয়স্কদের নয়, ভাবাচ্ছে তরুণদেরও।  ইদানীং হার্টের সমস্যা নিয়ে যাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাঁদের অনেকেই কমবয়সি। হার্ট অ্যাটাক থেকে মৃত্যুর সংখ্যাও বেড়েছে লক্ষণীয় হারে। জিনগত কারণে বা জন্মগত ভাবে কিছু হার্টের  সমস্যা আছে, এমন রোগী ছাড়া, শুধুমাত্র জীবনযাত্রার কারণে বাড়ছে হার্ট অ্যাটাকের কেসের সংখ্যা। তবে এক্ষেত্রে একটা বয়স অবধি মহিলারা অনেকটাই সুরক্ষিত, আবার একটা সীমারেখা পেরলে মহিলারা ততটাই বিপদের দিকে ঝুঁকে। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS