শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবির প্রেক্ষিতে ২৮ জুলাই সংসদ ভবনে শুনানি। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হাজির হওয়ার জন্য চিঠি । চিঠি দিল সংসদের প্রিভিলেজ ও এথিক্স কমিটি। ওই দিন শুনানিতে গিয়ে শিশির অধিকারীর বিজেপিতে যোগদানের তথ্য পেশ করবেন সুদীপ। এর আগে শিশির অধিকারী দাবি করেন, তিনি তৃণমূলেই আছেন। ২৮ জুলাই দু’ তরফের বক্তব্য শুনে এ নিয়ে সিদ্ধান্ত নেবে লোকসভার প্রিভিলেজ কমিটি।