ফের ভাটপাড়ায় শ্যুটআউট। এবার মাকে গুলি করে খুন। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ছেলে। আজ সকালে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া নয়াবাজার ৫ নম্বর সাইডিং এলাকায়। মৃতের নাম সালিমা বিবি। স্থানীয়দের অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় কথা বলতে বলতেই মায়ের মাথায় গুলি করে ছেলে মহম্মদ নিসার। হাসপাতালে নিয়ে গেলে বছর ষাটের মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।