কিছুক্ষণের মধ্যে ব্যাঙ্কশাল আদালতের কোর্টরুমে তোলা হবে, ইডি সূত্রের খবর ১৪ দিনের জন্য রাজ্যের মন্ত্রীকে নিজেদের হেফাজতে চাইবে তারা। প্রসঙ্গত, SSC দুর্নীতি মামলায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নাকতলার বাড়ি থেকে ইডি-র হাতে গ্রেফতার রাজ্যের তৃণমূলের মহাসচিব ও শিল্প-তথ্য প্রযুক্তি-পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। SSC দুর্নীতি মামলায় এই প্রথম কোনও মন্ত্রীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র দাবি, তদন্তে সহযোগিতা করেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সকালে দিল্লির সদর দফতরে শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন ইডি-র তদন্তকারীরা। এরপরই গ্রেফতার। ইডি সূত্রে খবর, আজই আদালতে তোলা হবে পার্থ চট্টোপাধ্যায়কে। চাওয়া হবে হেফাজতে।