Ananda Live: ইডির তল্লাশিতে উদ্ধার ২০ কোটি টাকা উদ্ধার : সূত্র। Bangla News

ABP Ananda 2022-07-22

Views 122

ইডির তল্লাশিতে উদ্ধার ২০ কোটি টাকা উদ্ধার : সূত্র। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার, ইডি সূত্রে খবর। উদ্ধার ২০টি মোবাইল ফোন, ইডি সূত্রে খবর। নিয়োগ দুর্নীতি তদন্তে উদ্ধার, ট্যুইট ইডির। স্কুল সার্ভিস কমিশন ও প্রাইমারি এডুকেশন বোর্ডের নিয়োগ-দুর্নীতি তদন্তে উদ্ধার। টুইট এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেটের। ব্যাঙ্ক অফিসারদের সাহায্য নিয়ে গোনা হচ্ছে টাকা, ইডি সূত্রে খবর। কলকাতা থেকে জেলায় দিকে দিকে ইডির তল্লাশি। উদ্ধার বিদেশি মুদ্রা, সোনা, গুরুত্বপূর্ণ নথি : ইডি। মিলেছে সন্দেহজনক সংস্থার হদিশ : ইডি

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS