পড়ুয়ার সংখ্যা ৫ থেকে ৭! শিক্ষক-শিক্ষিকা বলতে কোথাও ৩, কোথাও ৫ জন! হুগলির চন্দননগর সার্কলে এভাবেই চলছে একাধিক স্কুল। অভিভাবকদের অভিযোগ, শিক্ষক ও পরিকাঠামোর অভাবে পড়ুয়া কমছে স্কুলগুলিতে। শিক্ষকদের একাংশ বলছেন, ভর্তির সুবিধার্থে নিম্ন প্রাথমিকে ছেলেমেয়েকে রাখতে চাইছে না বাবা-মা।