খেজুরিতে (Khejuri) বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ (NIA) আদালতে চার্জশিট পেশ এনআইএ-র। তৃণমূল (TMC) পঞ্চায়েত প্রধান সমর শঙ্কর মণ্ডল সহ ৩ জনের নামে চার্জশিট। রতন প্রামাণিক ও কঙ্কন করণের নাম উল্লেখ চার্জশিটে। গ্রেফতার হওয়া দুজনের নাম নেই চার্জশিটে। 'পুরভোটে সন্ত্রাসের জন্য তৈরি করা হচ্ছিল বোমা', উল্লেখ এনআইএ-র ২৫০ পাতার চার্জশিটে।