টেট দুর্নীতি মামলায় পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) যাদবপুরের বাড়িতেও গিয়েছেন ইডি-র অফিসাররা। পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতে ইডি আধিকারিকরা। ইডি (ED) সূত্রে খবর, একসঙ্গে রাজ্যের ১৩টি ঠিকানায় তল্লাশিতে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযানে নেমেছেন ইডি’র ৮০ থেকে ৯০ জন অফিসার।