সচিত্র পরিচয়পত্রের দাবিতে ১৯৯৩ সালে মিছিল করেছিল যুব কংগ্রেস। তিন দশক আগের সেই ২১ জুলাইয়ের স্মৃতি নিজের ভাষণে তুলে ধরলেন নেতা সুব্রত বক্সি। আজ তৃণমূলের একুশে জুলাই। ভোর থেকেই ভিড় ধর্মতলায়। বন্ধ এস এন ব্যানার্জি রোড। একুশের সমাবেশে যাওয়ার আগে কালীঘাটে নেত্রীকে দেখতে লম্বা লাইন।