প্রকৃতি মানুষকে সবসময়ই কাছে টানে। আদিকাল থেকেই প্রকৃতির সঙ্গে সহাবস্থান। কারো কাছে প্রিয় পাহাড়ের সবুজ মিতালি। কারো ভালো লাগে ঝর্ণার অপূর্ব সৌন্দর্য কিংবা সাগরের কলতান। যার কাছে যেটিই প্রিয় হোক না কেন ভ্রমণ পিপাসুদের জন্য পছন্দের তালিকায় প্রথমেই ওঠে আসে সিলেটের নাম। তাই পূণ্যভূমি সিলেটকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের রাজধানী।
এবার সৌন্দর্য হাতছানি দিয়ে ডাকছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অবস্থিত দত্তরাইল গ্রামের চাঁন মিয়ার আনারস বাগান। এটি সিলেটের নতুন পর্যটন স্পট।
যেদিকে চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। এ যেন এক সবুজের সমারোহ। নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে সারিবদ্ধ ভাবে আছে হাজার হাজার আনারস গাছ। আছে উঁচু-নিচু টিলা আর টিলার মাঝে সুশৃঙ্খল ভাবে করা হয়েছে আনারস চাষাবাদ। সুউচ্চ টিলা গুলোর উপরে উঠার সরু সিড়ি পথ আর ছোট বড় কয়েকটি টিলাবেষ্টিত আনারস বাগান, এক টিলা থেকে অন্য টিলায় ছুটে চলার আঁকাবাঁকা মেঠোপথ আপনাকে অন্যরকম অনুভূতি দেবে।
#চাঁন_মিয়া_আনারস_বাগান
#গোলাপগঞ্জের_আনারস_বাগান
#GolapganjPineappleGarden