7Tay Bangla: ২১ জুলাই তৃণমূলের সমাবেশ উপলক্ষ্যে প্রবল ভিড় ও তীব্র যানজটের আশঙ্কা। Bangla News

ABP Ananda 2022-07-19

Views 16

২১ জুলাই তৃণমূলের সমাবেশ উপলক্ষ্যে প্রবল ভিড় ও তীব্র যানজটের আশঙ্কা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতার একাধিক রাস্তা সারা দিনের জন্য ওয়ান ওয়ে ঘোষণা। বৃহস্পতিবার ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বেশ কিছু রাস্তা থাকবে একমুখী । উত্তর থেকে দক্ষিণ একমুখী থাকবে আমহার্স্ট স্ট্রিট, ব্রেবোর্ন রোড । দক্ষিণ থেকে উত্তর একমুখী থাকবে কলেজ স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট। একমুখী থাকবে কেশব সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর বিধান সরণি । একমুখী থাকবে হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর স্ট্র্যান্ড রোড ।একমুখী থাকবে পূর্ব থেকে পশ্চিম বি বি গাঙ্গুলি স্ট্রিট , পশ্চিম থেকে পূর্ব নিউ সিআইটি রোড

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS