Fatafat: কয়লাপাচারকাণ্ডে সিবিআইয়ের প্রথম চার্জশিট পেশ, কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পে জাতি-বিতর্ক I Bangla News

ABP Ananda 2022-07-19

Views 69

কয়লাপাচারকাণ্ডে সিবিআইয়ের প্রথম চার্জশিট পেশ। চার্জশিটে রয়েছে অনুপ মাজি ওরফে লালা সহ ৪১জনের নাম। নাম রয়েছে বিনয় মিশ্র, বিকাশ মিশ্র, গুরুপদ মাজি, জয়দেব মণ্ডলের। ইসিএলের বর্তমান-প্রাক্তন ৮ কর্তারও নামও রয়েছে চার্জশিটে। কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পে বলতে হচ্ছে প্রার্থীর জাতি-ধর্ম, আপের সঞ্জয় সিংয়ের ট্যুইট ঘিরে সরগরম জাতীয় রাজনীতি।একযোগে সরব বিরোধীরা। জাতি-ধর্মের ভিত্তিতে নিয়োগ হয় না, ২০১৩-তেই হলফনামা সেনার, পাল্টা দাবি বিজেপির।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS