অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের জামিনের আর্জি খারিজ। জামিনের আর্জি খারিজ আসানসোলের বিশেষ সিবিআই আদালতের। কেস ডায়রি দেখিয়ে এই মামলায় নতুন তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি সিবিআইয়ের। নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে এই মামলায় জেলে গিয়ে সায়গলকে জেরা প্রয়োজন। আদালতে জানাল সিবিআই। এই মামলার পরবর্তী শুনানি ২২ জুলাই।