তৃণমূলের ২১ জুলাই কর্মসূচির জন্য কলকাতার একাধিক স্কুলে ছুটি। বৃহস্পতিবার বন্ধ থাকছে ডন বস্কো (পার্ক সার্কাস), ডিপিএস (রুবি পার্ক)। ২১ জুলাই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত গার্ডেন হাই-এর। ক্যালকাটা গার্লসে ২১ জুলাই ক্লাস বন্ধ, শনিবার অতিরিক্ত ক্লাস। ২১ জুলাই অনলাইনে ক্লাস নেবে মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি। স্কুলে আসার সিদ্ধান্ত পড়ুয়াদের উপর ছাড়ল মডার্ন হাই। ২০ তারিখ সিদ্ধান্ত নেবে ক্যালকাটা বয়েজ। ‘২১ জুলাই পড়ুয়াদের যাতায়াতের অসুবিধের কথা ভেবেই সিদ্ধান্ত’, ২১ জুলাই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে দাবি কর্তৃপক্ষের।