উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র মনোনিত প্রার্থী জগদীপ ধনখড়কে সমর্থন জানাতে দেশের সব রাজনৈতিক দলের কাছে অনুরোধ জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বাংলার বর্তমান রাজ্যপাল ধনখড়কে কৃষকের ছেলে, নম্র স্বভাবের অ্যাখা দিয়ে নাড্ডা বলেন, \"ধনখড় তিন দশক ধরে দেশকে বিভিন্নভাবে সেবা করে আসছেন। আমি সমস্ত রাজনৈতিক দল বিশেষ করে ইউপিএ-র সহযোগীদের অনুরোধ জানাবো তারা যেনো উপরাষ্ট্রপতি নির্বাচনে ধনখড়কে সমর্থন জানান।\"