২১ জুলাইয়ের সমাবেশের নাম করে জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডে, শিয়ালদা স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের বেশ কয়েকজন চালক এই অভিযোগ করেছেন। ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ এক ব্যক্তি এই টাকা তুলছেন বলে এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছেন ট্যাক্সি চালকরা। যদিও ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন কুমার সিং জোর করে টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন।