অসংসদীয় শব্দের তালিকা প্রকাশের পর এবার সংসদ চত্বরে ধর্না-বিক্ষোভে নিষেধাজ্ঞা। সংসদ চত্বরে ধর্না বা বিক্ষোভ করতে পারবেন না সাংসদরা। করা যাবে না অনশনও। সংসদের সেক্রেটারি জেনারেল এই নির্দেশিকা জারি করেছেন। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সংসদের বাদল অধিবেশনের আগে একগুচ্ছ অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ করেছে লোকসভার সচিবালয়। তা নিয়ে বিতর্কের মধ্যেই নতুন এই নির্দেশিকা ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এটা সাংসদদের অধিকারের উপর হস্তক্ষেপের চেষ্টা, প্রতিবাদ করতে হবে। বললেন সৌগত রায়।